ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


আ. লীগের সাবেক এমপি আউয়ালকে দুদকের জিজ্ঞাসাবাদ


২৩ মে ২০১৯ ২১:১২

ফাইল ছবি

আওয়্মী লীগের পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ কে এম আউয়ালকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বুধবার (২২মে) দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে সোয়া ৩টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমেদ রাসেল।

বিষয়টি দুদকের উপ-পরিচালক প্রনব কুমার ভট্টাচার্য বিষয়টি সাংবাদিকদের বলেছেন, গত ১৯ তাকে তলব করে নোটিশ পাঠায় অনুসন্ধান কর্মকর্তা।

দুদক সূত্রে জানা যায়, প্রাক্তন সংসদ সদস্য আউয়ালের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে সেতু-ফেরি ঘাট ইজারাসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাবেক এমপি আউয়াল বলেন, ‘আমি এখনও নোটিশ পাইনি অথচ আপনারা সাংবাদিকরাসহ সারা দেশ বিষয়টি জানে। এখানেই তো আমার প্রশ্ন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে আমি কোনো অন্যায় করিনি। যদি এরকম কোনো অভিযোগ আনা হয় তাহলে তা হবে সর্বৈব মিথ্যা। কেউ বা কোনো মহল হয়তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নোটিশ পাওয়ার পর আমি এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। তাছাড়া আমি বর্তমানে অসুস্থ। সুস্থ না হয়ে কোনো পদক্ষেপ নিতে পারব না।’

নতুনসময়/আল-এম