বিনিয়োগকারী যেন ক্ষতিগ্রস্ত না হয়: প্রধানমন্ত্রী
-2018-09-12-13-32-43.jpg)
সব ধরনের অবকাঠামোগত সুবিধা নিশ্চিকতরণের পাশাপাশি সর্বত্র স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করাসহ নানা কর্মসূচি ও কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন।
‘অর্থনীতিকে গতিশীল, বৃহৎ প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের ক্ষেত্রে পুঁজিবাজারের অবদান বৃদ্ধি এবং বিনিয়োগকারীর সুরক্ষা নিশ্চিতকরণের জন্য বিএসইসিসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাইকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানাই।’
না বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ না করা আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদের বলবো, যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন সে প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত না জেনে বিনিয়োগ করবেন না । বিনিয়োগ করে কেউ ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা চাই না।
অনেক দিন অর্থায়নের উৎস হিসেবে বন্ড মার্কেটের উন্নয়ন, সময়উপযোগী প্রোডাক্ট চালুকরণের মাধ্যমে বিনিয়োগকারীর পছন্দের বাসকেট (ঝুলি) সম্প্রসারিত ও বৈচিত্রময় করা, নতুন প্রোডাক্ট চালু করার পূর্বে তার সম্পর্ক, কার্যকারিতা, পরিচালন প্রক্রিয়া ও কৌশল সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে অবহিতকরণ, ভেঞ্চার ক্যাপিটালের অর্থায়নে প্রতিষ্ঠিত কোম্পনিসহ ক্ষুদ্র ও মাঝারি মূলধনী কোম্পানির শেয়ার লেনদেন প্রক্রিয়া শেষ করতে দ্রুততম সময়ের মধ্যে স্মল ক্যাপ বোর্র্ড চালু করাসহ পুজিঁবাজারের উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ।
এসএমএন