ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


জিএম কাদেরকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান করলেন এরশাদ


৫ মে ২০১৯ ১০:৪৩

নিজের ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রবিবার রাত ১১টার এরশাদ তার বারিধারার প্রেসিডেন্ট পার্কস্থ বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি তিনি এ ঘোষণা দেন।

এক সাংগঠনিক নোটিশে এরশাদ বলেন, আমার শারিরিক অসুস্থতার জন্য পার্টির কর্মকান্ড পরিচালনায় বিঘ্ন হচ্ছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত জিএম কাদের পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

এসময় পার্টির যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়সহ জাপার কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নতুন সময়/শাফি/আইকে