ঢাকা বুধবার, ২রা জুলাই ২০২৫, ১৯শে আষাঢ় ১৪৩২


ফখরুল ইসলাম আলমগীরের আসন শূন্য ঘোষণা


১ মে ২০১৯ ০৬:৪৩

ফাইল ফটো

নির্ধারিত সময়ে শপথ না নেয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।


মঙ্গলবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ ঘোষণা দেন।

 

এর আগে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, পত্রিকায় দেখলাম আমি নাকি শপথ নেয়ার জন্য সময় চেয়ে আবেদন করেছি। বিষয়টি সঠিক নয়। আমি কোনো আবেদন করিনি। তিনি বলেন, বিএনপির নির্বাচিত প্রার্থীদের শপথ নেয়া এটি একটি দলীয় কৌশল।

 

নতুনসময়/এসআই