মির্জা ফখরুলও সংসদে আসবেন:হানিফ

জনগণ ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন, তাই এ সংসদ বৈধ: মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নির্বাচিত বাকি সংসদ সদস্যরাও আসবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
রবিবার (২৮ এপ্রিল) সকাল সাতটায় আওয়ামী লীগের পক্ষ থেকে বনানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের জন্মদিন উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত শেষে তিনি এ কথা বলেন।
এ সময় হানিফ কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এর আগে শনিবার হানিফ বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিয়ে বলেছিলেন, খোলস পাল্টে যে নামেই আসুক না কেন, রাজনীতি করার অধিকার নেই জামায়াতের। বাংলাদেশ জামায়াত ইসলামী খোলস পাল্টিয়ে কোনো নাম দিয়েও যদি রাজনীতি করতে চায়, এটাও আমি মনে করি তাদের কোনো নৈতিক অধিকার থাকতে পারে না।
নতুনসময়/আইকে