ওয়াসার দূষিত পানি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, বাড়িতে বাড়িতে টাইফয়েড, ডায়রিয়া, মহামারি আকার ধারণ করেছে। ঢাকা শহরে ওয়াসার দূষিত পানির সরবরাহে জনজীবন এখন ভয়ঙ্কর রকম সংকটাপন্ন। ওয়াসা কর্তৃপক্ষ এ বিষয়ে নির্বিকার। তিনি বলেন, একদিকে সবজির অগ্নিমূল্য অন্যদিকে দূষিত পানি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে।
আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রুহুল কবির রিজভী।
'রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে না', বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্যের পরদিনই সকল পণ্যের দাম বেড়েছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব। তিনি বলেন, সরকারের মন্ত্রীরা যা বলেন, ঘটে তার উল্টোটা। দ্রব্যমূল্যের ব্যাপারেও তাই ঘটেছে।
নতুনসময়/এনএইচ