ঢাকা রবিবার, ১২ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


বিদেশ গমনে সরকারি খরচ নির্ধারণ


১১ সেপ্টেম্বর ২০১৮ ০৩:০৬

বাংলাদেশ থেকে বিশ্বের ১৬টি দেশে কাজ করতে যেতে কত টাকা খরচ হবে, তা সরকারের নির্ধারণ করা আছে, বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম।

সোমবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

মন্ত্রীর দেয়া তথ্যে, অভিবাসনে সিঙ্গাপুরে (প্রশিক্ষণসহ) দুই লাখ ৬২ হাজার ২৭০ টাকা, সৌদি আরবে একলাখ ৬৫ হাজার টাকা, মালয়েশিয়ায় একলাখ ৬০ হাজার টাকা, লিবিয়ায় একলাখ ৪৫ হাজার ৭৮০ টাকা, বাহরাইনে ৯৭ হাজার ৭৮০ টাকা, সংযুক্ত আরব আমিরাতে একলাখ সাত হাজার ৭৮০ টাকা, কুয়েতে একলাখ ছয় হাজার ৭৮০ টাকা, ওমানে একলাখ ৭৮০ টাকা, ইরাকে একলাখ ২৯ হাজার ৫৪০ টাকা, কাতারে একলাখ ৭৮০ টাকা, জর্ডানে একলাখ দুই হাজার ৭৮০ টাকা, মিশরে একলাখ ২০ হাজার ৭৮০ টাকা, রাশিয়ায় একলাখ ৬৬ হাজার ৬৪০ টাকা, মালদ্বীপে একলাখ ১৫ হাজার ৭৮০ টাকা, ব্রুনাইয়ে একলাখ ২০ হাজার ৭৮০ টাকা ও লেবাননে একলাখ ১৭ হাজার ৭৮০ টাকা ব্যয় হবে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে ১৬৫টি দেশে কর্মী পাঠানো হচ্ছে। এ অর্থবছরে সৌদি আরবে ২৭ হাজার ৮১১ জন এবং মালয়েশিয়ায় ৩৪ হাজার ৮৮১ জন কর্মী পাঠানো হয়েছে। ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত বিশ্বের ১৬৫টি দেশে এককোটি ১৯ লাখ ৬৬ হাজার ২০৬ জন কর্মী কর্মসংস্থানের জন্য বিদেশে গেছেন বলেও জানান নুরুল ইসলাম।

এসএ