ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ফেসবুক আইডি নেই সেনাপ্রধানের


১০ জানুয়ারী ২০১৯ ০৬:৪৭

ফাইল ফটো

বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান সেনাবাহিনী প্রধান এখন কোনও ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার/পরিচালনা করছেন না। কিছু ব্যক্তি/গোষ্ঠী অসৎ উদ্দেশ্যে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের নাম ও ছবি ব্যবহার করে ‘ফেসবুক অ্যাকাউন্ট’ খুলে ‘বিভিন্ন তথ্য’ আপলোড করছে এবং ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে সকলকে সতর্ক হতে অনুরোধ করা হলো।