ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


পোশাককর্মীদের এক মাসের মধ্যে সমস্যা সমাধান: বাণিজ্যমন্ত্রী


১০ জানুয়ারী ২০১৯ ০৫:২৬

ছবি সংগৃহিত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন,আগামী এক মাসের মধ্যে সমস্যা সমাধান করা হবে জানিয়ে পোশাককর্মীদের কাজে মনোযোগ দেয়ার আহ্বান করেছেন। তিনি আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নতুন বেতন কাঠামোর অসঙ্গতি দূর করতে শ্রমিক পক্ষের পাঁচজন, মালিকপক্ষের পাঁচজনসহ শ্রম ও বাণিজ্য সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কাজ করবে।

এ কমিটির প্রতিবেদন পাওয়ার পর গার্মেন্ট শ্রমিকদের বেতনের বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

নতুন বেতন কাঠামোর কারণে কোনো শ্রমিকের যদি বেতন কমে যায়, তা হলে তা আগামী মাসের বেতনের সঙ্গে সমন্বয় করে পরিশোধ করা হবে বলে জানান টিপু মুনশি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, এ ধরনের আন্দোলনে অনেক সময় বাইরের লোক ঢুকে যায়। সে বিষয়টি সরকার কঠোরভাবে মনিটর করা হচ্ছে।