প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তত টুঙ্গিপাড়া

রেকর্ড চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় সাজ সাজ রব বিরাজ করছে। তোরণ, ব্যানার, ফেষ্টুন ও বর্নিল পতাকায় ছেয়ে গেছে টুঙ্গিপাড়া। ফুলে ফুলে সুশোভিত করা হয়েছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার শপথ গ্রহন করার পর থেকেই টুঙ্গিপাড়ায় উৎসব শুরু হয়েছে। মিষ্টি বিতরণের পাশাপাশি প্রধানমন্ত্রীর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় চলছে দোয়া মোনাজাত ও প্রার্থনা।
প্রধানমন্ত্রী বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরে পবিত্র সুরা ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করবেন। শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনীর সুসর্জিত একটি চৌকস দল আর্ড অব অনার প্রদান করবে।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে।
টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাধিসৌধ কমপ্লেক্সে ধোয়া মোছা, সাজসজ্জ্বা,অলংকরন ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে টুঙ্গিপাড়ায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার, ফেস্টুন টানানো হয়েছে। বর্নিল পতাকা দিয়ে টুঙ্গিপাড়াকে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে নেতা কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে। আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার কাজ তদারকি করছেন। সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা পুলিশ।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইলিয়াস হোসেন বলেন, রেকর্ড ৪ বার প্রধামন্ত্রী হিসেবে শপথ গ্রহনের পর টুঙ্গিপাড়ার মানুষের মধ্যে উৎসব বিরাজ করছে। তারপর বুধবার আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া এসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পবিত্র সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন। এ খবরে টুঙ্গিপাড়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে টুঙ্গিপাড়ায় স্বাগত জানাতে তোরন, ব্যানার, ফেষ্টুন ও বর্ণিল পতাকায় টুঙ্গিপাড়াকে সাজানো হয়েছে। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে প্রধানমনস্ত্রী শেখ হাসিনা দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে নব উদ্যামে কাজ শুরু করবেন বলে দেশবাসী প্রত্যাশা করছে। ইনশাল্লাহ প্রধানমন্ত্রী এ প্রত্যাশা পূরণ করবেন।
জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সের কিউরেটর মোঃ নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফর সফল করতে ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন-শৃংখলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ সহ সংশ্লিষ্ট সব দপ্তর নিরলশ কাজ করে যাচ্ছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্যরা বুধবার টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। তাদের এ সফর নির্বিঘœ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আইন শৃংখলা বাহিনী টুঙ্গিপাড়াকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলবে।