ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


৩৯ তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ


৬ সেপ্টেম্বর ২০১৮ ২৩:২২

৩৯ তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সহকারী সার্জন পদে ১৩২১৯ জন, সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছে ৫৩১ জন। 

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ফল প্রকাশের খবর জানায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

ফলাফলে দেখা গেছে, স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসক নিয়োগে ৩৯তম বিশেষ বিসিএসে ১৩ হাজার ৭৫০ জন পাস করেছেন। তার মধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টার সার্জন পদে ৫৩১ জন পাস করেছেন।

ফলাফল পিএসসির ওয়েবসাইটে www.bpsc.gov.bd প্রকাশ করা হয়েছে। এ ছাড়াও টেলিটক মোবাইল সিমের এসএমএসের মাধ্যমে এই ফল জানতে PSC লিখে স্পেস দিয়ে ৩৯ লিখে স্পেস দিয়ে Registration নম্বর লিখে স্পেস দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয় গত ১০ এপ্রিল, শেষ হয় ৩০ এপ্রিল। এতে মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেন। ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারি সার্জন আর ২৫০ জন সহকারি ডেন্টাল সার্জন নেয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেয়া হবে।

এসএ