নির্বাচনে মাঠেই থাকবে বিএনপি : মির্জা ফখরুল

আজ বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলা আখানগর ইউনিয়নে এক পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর আওয়ামী লীগের একতরফা নির্বাচন নয় । শেষ পর্যন্ত মাঠে থাকব কারণ জনগন আমাদের সাথে আছে ।
আর বাকি আছে সাত দিন ।তিনি ৩০ ডিসেম্বরে সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান ।
তিনি আরও বলেন , আপনারা ভোট দিতে যাবেন । আপনাদের ভোটের মাধ্যমে আমরা জয় লাভ করব । আপনারা পরিবর্তনটা আনতে পারেন । ধানের শীষ অতীতে যেমন কাজ করেছে ভবিষ্যতেও করতে চায় । সুযোগ করে দিন ।
এসময় বলেন, ভোটের মাধ্যমে এই সরকারের পরিবর্তন হবে । তারা জনগনকে পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে মামলা করে আবারো ক্ষমতায় ফিরতে চায়।
এসবে কোন কাজ হবে না এটা ক্ষণস্থায়ী, ভয় দেখিয়ে ক্ষমতাই কেউ বেশি দিন টিকে থাকতে কেউ পারিনি । তারাও পারবে না ।
এফ,আর