ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


প্রার্থিতা নিয়ে খালেদা জিয়ার বিভক্ত আদেশ


১১ ডিসেম্বর ২০১৮ ২২:৫০

ফাইল ফটো

দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি-না তা নিয়ে বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ।

আজ ১১ ডিসেম্বর সকালে হাইকোর্ট বেঞ্চের একজন বিচারপতি রায় দিয়েছেন খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

তবে বেঞ্চের অপর বিচারপতি রায় দেন তিনি অংশ নিতে পারবেন না।

তাই নিয়ম অনুযায়ী বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে।বিবিসি।

বিচারপতি আরেকটি বেঞ্চ গঠনের পর সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত হবে।

ফলে খালেদা জিয়া একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি-না -তা এখনো পরিষ্কার নয়।

সোমবার শুনানির পর আদেশের জন্য মঙ্গলবার তারিখ নির্ধারণ করেছিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ।

রায়ের পর আজ সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন তাঁর আইনজীবী কায়সার কামাল।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দুর্নীতি মামলায় বর্তমানে কারাবন্দী রয়েছেন।

তবে ফেনী-১ এবং বগুড়া ৬ ও ৭ আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছিল।

এদিকে ২ ডিসেম্বর বাছাইয়ের সময় কারাদণ্ডের কারণ দেখিয়ে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তারা।

নির্বাচন কমিশনে আপিল করা হলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নেয়া সিদ্ধান্তে সেই আপিল নাকচ হয়ে যায়।

ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন।