ঢাকা শনিবার, ১০ই জানুয়ারী ২০২৬, ২৮শে পৌষ ১৪৩২


শেষ দিনেও আপিল করতে ইসিতে ভিড়


৯ জানুয়ারী ২০২৬ ২০:০৫

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত গ্রহণ ও বিরুদ্ধে আপিল করতে নির্বাচন কমিশনে (ইসি) শেষ দিনে ভিড় ছিল লক্ষণীয়।

 

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত আপিল দায়েরের সময় থাকলেও লাইনে প্রার্থী থাকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত আপিল গ্রহণ করা হয়। ১৩১ জন প্রার্থী আজ আপিল করেছেন।

 

ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় বুথ থেকে এই তথ্য জানানো হয়।

 

এদিকে, গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। যার মধ্যে গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের করা হয়। সে হিসেবে শেষদিন পর্যন্ত মোট ৬০০টি আপিল করা হয়েছে ইসিতে।

 

ছাব্বিশের নির্বাচনের সংশোধিত তফসিলের সময়সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিন ছিল আজ ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে।

 

তারপর ২২ জানুয়ারি নির্বাচনি প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।