বুড়িগঙ্গার পানি গ্যাসলাইনে, ভোগান্তিতে নগরবাসী
বুড়িগঙ্গা নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামত করার সময় পাইপের ভেতরে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই জটিলতায় ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কমে গেছে। ফলে এই স্বল্প চাপে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে তীব্র ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক জরুরি বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এতে বলা হয়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজারে তুরাগ নদের তলদেশে একটি বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। লাইনটি মেরামত করা হলেও মেরামতকালীন পাইপের ভেতরে পানি প্রবেশ করে। এতে ঢাকা শহরে গ্যাসের সামগ্রিক সরবরাহ কম থাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ শুরু হয়।
গ্যাসের এই স্বল্পচাপ সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
প্রসঙ্গগত, কিছুদিন আগে জাহাজের নোঙরের আঘাতে বুড়িগঙ্গা নদীর তলদেশে গ্যাস পাইপলাইনে ফাটলের সৃষ্টি হয়। এর ফলে রাজধানীর গাবতলী থেকে মোহাম্মদপুর, আজিমপুরসহ আশপাশের বিশাল এলাকার মানুষ তীব্র ভোগান্তিতে পড়ে।
এরপর ফাটলস্থলে ‘লিক রিপেয়ার ক্ল্যাম্প’ স্থাপন সম্পন্ন করা হয়। তবে মেরামতের সেই প্রক্রিয়ায় পানি ঢুকে পড়ায় নতুন করে তৈরি হয়েছে সংকট।
এদিকে, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ায় রাজধানীর উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টা থেকে এসব এলাকায় গ্যাস সরবরাহ চালু করা হয় বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
