ঢাকা শনিবার, ১০ই জানুয়ারী ২০২৬, ২৭শে পৌষ ১৪৩২


প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের চেষ্টার অভিযোগে আটক ২


৯ জানুয়ারী ২০২৬ ১০:২৫

সংগৃহীত

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে মাহবুব নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

 

জানা গেছে, যৌথ বাহিনীর হেফাজতে থাকা মাহবুব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। তার দেয়া তথ্যে প্রশ্নফাঁস চক্রের আরেক হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে র‍্যাব।

 

অভিযোগ রয়েছে, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সামনে রেখে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করেছিল এই চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশ্নপত্রের ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয়।

 

এর আগে, বৃহস্পতিবার রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসহ অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়। 

 

আজ শুক্রবার (৯ জানুয়ারি) প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।