'আমি নির্দোষ', নিউ ইয়র্কের আদালতে মাদুরো
নিউ ইয়র্কের আদালতে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করলেন আটককৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সোমবার (৫ জানুয়ারি ম্যানহাটনের আদালতে দুপুর ১২ টায় শুরু হয় ঐতিহাসিক এ শুনানি।
আদালতে নিজেকে এখনও ভেনেজিয়েলার প্রেসিডেন্ট দাবি করেন মাদুরো। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
এ সময় কয়েদির পোশাকে তার সাথে কোর্টে তোলার হয় তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও। নিজেকে নির্দোষ দাবি করেন তিনিও। প্রায় ৪০ মিনিট ধরে চলে শুনানি। মাদুরো ও তার স্ত্রীকে দেয়া হেডফোনে স্প্যানিশ ট্রান্সেলেটর ব্যবহার করা হয়েছে।
দু'জনের কেউই জামিনের আবেদন করেননি। পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়েছে ১৭ মার্চ। জেরা শেষে আবারও ব্রুকলিনের ডিটেনশন সেন্টারে নেয়া হয়েছে মাদুরো ও তার স্ত্রীকে।
এর আগে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে সামরিক স্থাপনাসহ বেশ কয়েকটি স্থানে একই সাথে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানায়, কারাকাসের 'লা কার্লোটা' সামরিক বিমানঘাঁটি এবং ফুয়ের্তে তিউনার প্রধান সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
এই হামলার পরপরই ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার। নিন্দা জানিয়ে বিবৃতিও দেওয়া হয়।
এরইমধ্যে, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) বার্ষিক অধিবেশনে তিনি শপথ নেন। এরমাধ্যমেই নতুন বছরের জন্য দেশটির আইনসভা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ছে।
শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি ডেলসি রদ্রিগেজ জানান, দেশের প্রতি অবৈধ সামরিক আগ্রাসনের ফলে ভেনেজুয়েলার জনগণের যে কষ্ট হয়েছে, সেই কষ্ট নিয়ে শপথ গ্রহণ করতে এসেছেন।
