সুন্দরবনে দুর্ঘটনার কবলে জাহাজ, দেশি-বিদেশি ৪৪ পর্যটক উদ্ধার
সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনাকবলিত পর্যটকবাহী জাহাজ থেকে দেশি-বিদেশি ৪৪ পর্যটকদের উদ্ধার করেছে কোস্ট গার্ড।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, গত বৃহস্পতিবার পাইরেটস সুন্দরবন নামের একটি পর্যটকবাহী জাহাজ খুলনা থেকে মোট ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। শনিবার রাত সাড়ে ১০টায় একটি বাল্কহেডের সাথে ধাক্কা খায় জাহাজটি। এ সময় পর্যটকবাহী জাহাজটির একটি অংশ ক্ষতিগ্রস্থ হয়ে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। পরে, জাহাজে থাকা একজন পর্যটক বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা এবং স্টেশন হারবারিয়া থেকে পৃথক দুটি উদ্ধারকারী দল অতিদ্রুত স্পিড বোটযোগে ঘটনাস্থলে গমন করে। পরবর্তীতে উদ্ধার অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড ২ জন চীনা নাগরিক, নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসে।
অপরদিকে, নৌ-পুলিশ কর্তৃক আরও ২০ জন পর্যটককে উদ্ধার করা হয়।
