ঢাকা মঙ্গলবার, ৬ই জানুয়ারী ২০২৬, ২৪শে পৌষ ১৪৩২


প্রায় ১২ ঘন্টা বন্ধ থাকার পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল শুরু


৪ জানুয়ারী ২০২৬ ১৩:২৩

সংগৃহীত

ঘন কুয়াশার কার‌ণে দীর্ঘ প্রায় ১২ ঘন্টা বন্ধ থাকার পর দে‌শের গুরুত্বপূর্ণ দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে।

 

রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টা ২০ মি‌নি‌টের দি‌কে পদ্মা নদীর অববা‌হিকায় কুয়াশার ঘনত্ব ক‌মে আস‌লে পুনরায় এরু‌টে ফে‌রি চলাচল শুরু ক‌রে ঘাট কর্তৃপক্ষ।

 

এর আগে, শনিবার রাত সাড়ে ১১টা থে‌কে ঘন কুয়াশার কার‌ণে এরু‌টে ফে‌রি চলাচল বন্ধ হ‌য়ে যায়।

 

মূলত, শ‌নিবার রাতের পর থে‌কে পদ্মা নদীর অববা‌হিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাবার কার‌ণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং প‌য়েন্টগু‌লো অস্পষ্ট হ‌য়ে যাওয়ায় নে‌ৗ-দূর্ঘটনা এড়া‌তে রাত সা‌ড়ে ১১টা‌ থে‌কে এরু‌টে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয় ঘাট কর্তৃপক্ষ।

 

এদি‌কে ফে‌রি চলাচল বন্ধ থাকায় তীব্র শী‌তে দূ‌র্ভো‌গে প‌ড়েন দ‌ক্ষিণাঞ্চল থে‌কে ছে‌ড়ে আসা ঢাকামূ‌খি যানবাহন ও যাত্রীরা। দীর্ঘ সময় ফে‌রি চলাচল বন্ধ থাকায় দে‌ৗলত‌দিয়া প্রা‌ন্তের সড়‌কে নদী পা‌রের অ‌পেক্ষায় আটকা প্রায় শতা‌ধিক যানবাহন।

 

বিআইড‌ব্লিউটি‌সি দে‌ৗলত‌দিয়া ঘাট ব‌্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন ব‌লেন, কুয়াশার ঘনত্ব ক‌মে আসায় বেলা ১১টা ২০ মি‌নিট থে‌কে পুনরায় ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। সি‌রিয়া‌লে ‌তেমন যানবাহ‌নের চাপ নাই। এরু‌টে ফে‌রি ব‌ন্ধের খবর শু‌নে যানবাহ‌নের চালকরা বিকল্প রুট ব‌্যবহার ক‌রে। যার কার‌ণে যানবাহ‌নের চাপ তেমন থা‌কে না।