ঢাকা মঙ্গলবার, ৬ই জানুয়ারী ২০২৬, ২৪শে পৌষ ১৪৩২


মামলা জট কমাতে সবার সহযোগিতা চাইলেন প্রধান বিচারপতি


৪ জানুয়ারী ২০২৬ ১৩:২২

সংগৃহীত

মামলা জট কমাতে সবার সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

 

রোববার (৪ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্টে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেয়া হবে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ বলেন, বিচার বিভাগ সিন্ডিকেট মুক্ত করতে প্রধান বিচারপতিকে শুদ্ধি অভিযান চালানোর আহ্বান জানান ।

 

এসময় বিগত আওয়ামী লীগের আমলে সুবিচারের নামে অবিচার করা হয়েছিল বলে অভিযোগ করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, নিম্ন আদালতের জামিন বাণিজ্য বন্ধ করতে হবে। মিথ্যা চার্জশিট দেয়া পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান তিনি।