ঢাকা মঙ্গলবার, ৬ই জানুয়ারী ২০২৬, ২৪শে পৌষ ১৪৩২


সাকিবুল হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ, যান চলাচল বন্ধ


৪ জানুয়ারী ২০২৬ ১৩:২১

সংগৃহীত

রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে ফার্মগেট অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

 

রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

 

আন্দোলনকারীরা বলেন, তাদের সহপাঠী সাকিব হত্যার ২৪ দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার করছেন না। এসময় তারা স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টার হস্তক্ষেপ চান।

 

বিচারের স্পষ্ট অগ্রগতি না জানা পর্যন্ত অবরোধ কার্যক্রম চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

 

এদিকে এই অবরোধের কারণে ফার্মগেটের সবদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায় যাত্রীদের। নিহত ১৮ বছর বয়সী সাকিবুল হাসান রানা কলেজটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

 

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর দুপুরের দিকে ঢাকার মগবাজারের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিক্ষার্থীদের অভিযোগ মাদকের বিরুদ্ধে কথা বলায়, ছাত্রদলের হামলায় নিহত হন তিনি।