ঢাকা রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও একমাস


২৮ ডিসেম্বর ২০২৫ ১৪:০৬

সংগৃহীত

ব্যক্তি শ্রেণি ও হিন্দু অবিভক্ত পরিবারভুক্ত করদাতাদের জন্য ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে সরকার। 

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক আদেশে জানানো হয়, রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।

 

আয়কর আইন ২০২৩-এর ৩৩৪ ধারার ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমতি নিয়ে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের সচিব মো. একরামুল হক সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখও বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে, করদাতাদের বিভিন্ন বাস্তব সমস্যার কথা বিবেচনা করে এনবিআর রিটার্ন জমার মূল সময়সীমা ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছিল।

 

বেশি সংখ্যক করদাতাকে রিটার্ন জমার সুযোগ করে দেওয়া এবং তাদের ওপর চাপ কমাতে নতুন করে এই সময় বাড়ানো হয়েছে।

 

যে কোনো ধরনের অসুবিধা এড়াতে এনবিআর যোগ্য করদাতাদের বাড়তি সময় কাজে লাগিয়ে সংশোধিত সময়সীমার মধ্যে রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। 

 

চলতি (২০২৫-২৬) অর্থবছর এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর