স্মৃতিসৌধের পথে তারেক রহমান
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সাবেক রাষ্ট্রপতি ও পিতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে সাভারের পথে রওনা হন তিনি।
তারেক রহমানের আগমন ঘিরে স্মৃতিসৌধ এলাকা সাজিয়ে-গুছিয়ে রাখা হয়েছে। একইসঙ্গে স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে, পিতার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে যাওয়ার উদ্দেশে শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টা ৫২ মিনিটে বাসা থেকে বের হন তারেক রহমান। পথে নেতাকর্মীদের ভিড় থাকায় জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে। এরপর সেখানে মোনাজাতে অংশ নিয়ে রওনা দেন সাভারের পথে।
কিন্তু সূর্য ডুবে যাওয়ায় ইতোমধ্যে রীতি মেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মইন খানের নেতৃত্বে বিনপির একটি প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন। তবে তারেক রহমান যাচ্ছেন স্মৃতিসৌধে।
