ঢাকা বুধবার, ২৪শে ডিসেম্বর ২০২৫, ১১ই পৌষ ১৪৩২


আলোচিত আতাউর রহমান বিক্রমপুরী গ্রেফতার


২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:০০

সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত চরিত্র আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রমপুরী নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি)। নরসিংদী থেকে তাকে ধরা হয় বলে জানানো হয়। 

 

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে তাকে গ্রেফতারের পর জিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে দ্রুতই আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

গেল কয়েকদিন ধরেই নিজের ফেসবুক পেজে গণমাধ্যমে হামলার পক্ষে নানা যুক্তি উপস্থাপন করে আসছিলেন বিক্রমপুরী। সম্প্রতি তিনি ওসমান হাদির হত্যাকারীকে ধরতে না পারায় পুলিশকে ব্যঙ্গ করে পোস্ট করেন। আরেক পোস্টে তিনি বলেছেন, 'বলল, গান ম্যান লাগবে? বললাম, ম্যানের উপর আস্থা নেই। শুধু গান হলেই চলবে।'