হাদিকে গুলি: অপরাধীদের গ্রেফতারের দাবিতে শনিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।
দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বিকেলে এক আলোচনা সভায় বক্তব্য দেয়ার সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সংক্রান্ত ঘোষণা দেন।
এ সময় তিনি অভিযোগ করেন, অবাধ-সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে নীলনকশা করা হয়েছে এবং এরই অংশ হিসেবে ওসমান হাদিকে গুলি করা হয়েছে।
এর আগে, চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে গুলি করার ঘটনার কথাও মনে করিয়ে দেন তিনি।
জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা মেডিকেলে হাদির সার্জারি চলছে। তার মাথার ভেতরে গুলি আছে।
