ঢাকা শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫, ২৯শে অগ্রহায়ণ ১৪৩২


হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ


১২ ডিসেম্বর ২০২৫ ২২:২৬

সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ ঘটনার তদন্তে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

 

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার বক্তব্যে তিনি এ নিন্দা জানান।

 

তিনি বলেন, দেশ একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের মানুষের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্টে একটি গোষ্ঠী কাজ করছে। যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করছে তাদের ষড়যন্ত্রের অংশ আজকের হাদির ঘটনা। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এমনটাও জানান তিনি।

 

এর আগে, দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। 

 

প্রত্যক্ষদর্শী একজন জানান, হাদি রিকশায় ছিলেন। এমন সময় দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে ওই রিকশায় করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

এদিকে এ খবর পাওয়ার পর ঢাকা মেডিকেলের সামনে ভিড় করছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় তীব্র নিন্দাও জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।