ব্রিটেনের জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
ব্রিটেনের ব্রিস্টল জাদুঘর থেকে ৬শ'র বেশি মূল্যবান শিল্পকর্ম চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার বেশ নড়েচড়ে বসেছে অ্যাভন ও সমারসেট পুলিশ। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে পুলিশ জানায়, চার সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে। তাদের বিষয়ে তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ব্রিস্টল সিটি কাউন্সিল জানিয়েছে, চুরি যাওয়া শিল্পকর্মের মধ্যে রয়েছে গয়না, পদক, খোদাই করা হাতির দাঁত, ব্যাজ, রুপার জিনিসপত্র, ব্রোঞ্জের মূর্তিসহ নানা শিল্পকর্ম।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, চুরি যাওয়া শিল্পকর্মগুলোর সাংস্কৃতিক মূল্য অনেক। জাদুঘরের কর্মকর্তারা বলেছেন, এসব জিনিস সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক দেশের মানুষের কাছে এর বিশেষ তাৎপর্য রয়েছে।
তবে, চুরির দুই মাসের বেশি সময় পর কেন সন্দেহভাজন ব্যক্তিদের তথ্য চেয়ে তাদের ছবি প্রকাশ করা হলো, তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
