ঢাকা শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫, ২৯শে অগ্রহায়ণ ১৪৩২


এভারকেয়ারে নেয়া হচ্ছে ওসমান হাদিকে


১২ ডিসেম্বর ২০২৫ ২২:২২

সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গুলিবিদ্ধ ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

 

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে ঢামেক থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

 

এর আগে ওসমান হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছিলেন ঢামেক পরিচালক।

 

আজ দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।