২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে। ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘ প্রায় সতেরো বছর পর আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্হায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব একথা জানান। তিনি বলেন- তারেক রহমানের ফেরার মধ্যদিয়ে গণতন্ত্র উত্তরণের সব বাধা দূর হবে।
তিনি আরও বলেন, একটি অপশক্তি নির্বাচন বানচাল করার চক্রান্তের অংশ হিসেবে হাদির ওপর হামলা করেছে। মির্জা আব্বাস সহানুভূতি দেখাতে হাসপাতালে যান। তাকে দুর্ভাগ্যক্রমে সমবেত হয়ে উত্তেজনাকর স্লোগান দেয়।ও মব তৈরির চেষ্টা করে। এর তীব্র নিন্দা জানাই।এমন করলে বিষয়টিকে বিএনপি সহজভাবে নেবে না।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পিজি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান তারেক রহমান। এরপর চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।
