ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫, ২৮শে অগ্রহায়ণ ১৪৩২


গাইবান্ধায় সাংবাদিকতা করা শিক্ষকদের তথ্য চেয়ে শিক্ষা কর্মকর্তার পত্র জারি


১১ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৬

সংগৃহীত

গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় কর্মরত এমন শিক্ষক-কর্মচারীদের তালিকা চেয়ে পত্র জারি করেছে জেলা শিক্ষা অফিস, যারা শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা বা আইন পেশায় যুক্ত আছেন। এ সংক্রান্ত তথ্য আগামী ১৪ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে জেলা শিক্ষা অফিসে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

 

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান। তার স্বাক্ষরিত পত্রটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলার সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট পাঠানো হয়েছে।

 

পত্রে বলা হয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আওতাধীন এমপিওভুক্ত বিদ্যালয় ও মাদ্রাসার যেসব শিক্ষক-কর্মচারী সাংবাদিকতা বা আইন পেশায় কর্মরত, তাদের সম্পূর্ণ তথ্য জেলা শিক্ষা অফিসে পাঠাতে হবে।

 

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান জানান, সরকারের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা মূল দায়িত্বের পাশাপাশি সাংবাদিকতা, আইন পেশাসহ কোনো ধরনের 'আর্থিক লাভজনক' পেশায় সম্পৃক্ত থাকতে পারবেন না।

 

তিনি আরও বলেন, নির্ধারিত নীতিমালা বাস্তবায়ন এবং পর্যবেক্ষণের অংশ হিসেবে গাইবান্ধার সাত উপজেলায় এ তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত তালিকা পরবর্তীতে সংশ্লিষ্ট উচ্চ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।