ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫, ২৮শে অগ্রহায়ণ ১৪৩২


শার্শা আসনে ধানের শীষের প্রার্থী তৃপ্তির প্রচারণায় গণজোয়ার


১০ ডিসেম্বর ২০২৫ ১৯:৫০

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (৮৫-১) শার্শা আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মফিকুল হাসান তৃপ্তি ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার জোরালো উপস্থিতিতে পুরো শার্শা জুড়ে সৃষ্টি হয়েছে উল্লেখযোগ্য গণউচ্ছ্বাস ও সমর্থনের ঢেউ।

 

প্রচারণার সূচনালগ্নে তিনি প্রথমে নিজের বাবা-মায়ের মাজার জিয়ারত করেন। এরপর ইউনিয়নজুড়ে জনসভা, উঠান বৈঠক, পথসভা ও হাটবাজারে ধারাবাহিক গণসংযোগ শুরু করেন। প্রতিটি সমাবেশে তার জ্বালাময়ী বক্তব্যের পাশাপাশি জনতার সঙ্গে সহজ-সরলভাবে মিশে যাওয়ার ক্ষমতা তাকে আরও জনপ্রিয় করে তুলছে।

 

স্থানীয়রা জানান, ঝড়-বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও তৃপ্তির সমাবেশে মানুষের ঢল নামে। বেনাপোলের এক শীতের রাতে তার বক্তৃতা শোনার জন্য হাজারো মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। তিনি সমাবেশস্থলে পৌঁছালে জনতার উচ্ছ্বাসে চারদিক মুখরিত হয়ে ওঠে।

 

সমাবেশে অনেকেই বলেন, “শার্শার ছেলে তৃপ্তি, গর্ব মোদের আলাদা। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করে শার্শায় নতুন চমক দেখতে চাই।”

 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃপ্তির প্রচারণায় তরুণসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে চোখে পড়ছে। এতে নির্বাচনী মাঠ আরও উষ্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করছেন তারা।

 

আসনটিতে তৃপ্তির প্রচারণা দিন দিন গতিশীল হওয়ায় চূড়ান্ত লড়াইয়ে ধানের শীষ প্রতীক কতটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে—এখন তা নিয়ে এলাকার রাজনৈতিক অঙ্গন ব্যাপকভাবে আলোচিত।