ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা
আধিপত্য বিস্তার এবং স্লেজিং-বুলিংয়ের মতো ঘটনাকে কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিপরীতে এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয়।
গ্রিন রোডে অবস্থান নিয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মাঝখানে পুলিশ দাঁড়িয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে।
এরই মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে এখনো সঠিক সংখ্যা জানা যায়নি।
সংঘর্ষ চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের বিজয় ৭১ ও শঙ্খনীল নামের দুটি বাস ভাঙচুর করে। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এর আগে গত মঙ্গলবার (০২ ডিসেম্বর) কলেজ দুটির কয়েকজন শিক্ষার্থী একই বাসে করে গন্তব্য স্থানে যাচ্ছিল। যাওয়ার সময় বাসের ভিতরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতি’তে রূপ নেয়।
পরবর্তীতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিতে আসলে ঢাকা কলেজ সংলগ্ন উত্তরা ব্যাংকের সামনে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সবাইকে নিজ নিজ প্রতিষ্ঠানে পাঠিয়ে দেয়
