ঢাকা শুক্রবার, ২৮শে নভেম্বর ২০২৫, ১৫ই অগ্রহায়ণ ১৪৩২


জুলাই গণঅভ্যুত্থান আরব আমিরাতে অবশিষ্ট বন্দী ২৪ জনকে অচিরেই মুক্তি দেয়া হচ্ছে: প্রবাসী কল্যাণ উপদেষ্টা


২৮ নভেম্বর ২০২৫ ২২:২৪

সংগৃহীত

আরব আমিরাতে জুলাই গণঅভ্যূত্থানে অংশ নেয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দী অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

 

আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

 

প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, আলহামদুলিল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রচেষ্টায় অবশেষে এই সাফল্যের মুখ দেখা গেছে।

 

সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ধন্যবাদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

 

এর আগে, প্রাথমিকভাবে বন্দী ১৮৮ জনের সবাইকে গত বছর সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধের কারণে।