ঢাকা শুক্রবার, ২৮শে নভেম্বর ২০২৫, ১৪ই অগ্রহায়ণ ১৪৩২


দুর্নীতি দমন কমিশন (দুদক) অধ্যাদেশ ২০২৫ দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব দেয়া বাধ্যতামূলক: প্রেস সচিব


২৭ নভেম্বর ২০২৫ ২২:১৪

সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নিয়ম চালু করছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে দুদক কর্মকর্তাদের নিয়মিত তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হবে। এই বিধান রেখে ‘দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

 

তিনি বলেন, দুদক অধ্যাদেশ ছাড়াও বৃস্পতিবারের বৈঠকে আরও তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়েছে।

 

সেগুলো হলো—জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন অধ্যাদেশ এবং রাজউক আইন ২০২৫।

 

প্রেস সচিব আরও জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সারা দেশে ভবন নির্মাণে শৃঙ্খলা ফেরাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে কোনো তদারকি সংস্থা গঠন করা সম্ভব কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।