সচিবালয়ে এলজিআরডি উপদেষ্টা আসিফ-মাহফুজের পাশাপাশি ভোটের লড়াইয়ে দেখা যেতে পারে অন্য উপদেষ্টাদেরও
আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া— এমন ঘোষণা আগেই দিয়েছেন তিনি। এবার জানালেন বর্তমান সরকারের দুই ছাত্র উপদেষ্টার পাশাপাশি অন্য উপদেষ্টাদেরও দেখা যেতে পারে ভোটের মাঠের লড়াইয়ে। তবে কোন দল বা নির্বাচনী আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ, সেটি এখনও পরিস্কার করেননি তিনি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে অনলাইনে উপজেলা ভিত্তিক পাবলিক লাইব্রেরী উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ছাত্র উপদেষ্টার পাশাপাশি সরকারে থাকা আরও কেউ কেউ নির্বাচন করবেন, এরকম আলোচনাও আছে। এমন কোনো আইন বা বিধিনিষেধ নেই যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
তবে নির্বাচন পূর্ববর্তী সময়েই সরকারি দায়িত্ব থেকে ইস্তফা দেয়া প্রয়োজন বলেও মনে করেন আসিফ। তিনি বলেন, এ পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত। সে নীতিগত জায়গা থেকে মনে করি, যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করুক তাদের নির্বাচনী কার্যক্রমে প্রবেশের আগেই পদত্যাগ করা প্রয়োজন। আমিও সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। বাকি বিষয়গুলো সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনার প্রেক্ষিতে জানাতে পারবো।
তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও তারিখ, তফসিল কোনোকিছুই চূড়ান্ত হয়নি। সবকিছু চূড়ান্ত হলে আস্তে ধীরে এসব প্রকাশ করা হবে। রাজনৈতিক বিষয়ে এখন কোনো মন্তব্য না করাই ভালো।
এসময় ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অবশ্যই কারও অনিয়ম থাকলে দুদক সেটা অনুসন্ধান করতে পারে। দুদক কিছু পেলে সেটা জানাতে পারে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।
তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য এটি একটি ছোট উদ্যোগ। প্রায় ৫ মাসের মধ্যে বিস্তৃত এ প্রকল্প সম্পন্ন হয়েছে। ভালো বই সঠিক পথ দেখায়। শিক্ষিত, মানবিক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে লাইব্রেরিগুলো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা। বাকি সব উপজেলায় এক বছরের মধ্যে এমন লাইব্রেরি হবে।
এর আগে, ১১টি জেলার ৪৪টি উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পাবলিক লাইব্ররির উদ্বোধন করেন উপদেষ্টা। একেকটির নির্মাণ ব্যয় ৫৩ লাখ টাকা, মোট ব্যয় ২৩ কোটি ৩২ টাকা।
