নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত
নরসিংদীর শিবপুরে সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে শিবপুর মনোহরদী আঞ্চলিক সড়কের আশ্রাফপুর চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আমিনুল ইসলাম (৫০) তিনি মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের আসরব আলীর ছেলে। নিহত আমিনুল ইসলাম চালাকচর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও চালাকচর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিবপুর থেকে মনোহরদীগামী একটি সিএনজি চালিত অটোরিকশা আশ্রাফপুর চৌরাস্তা পৌছোলে বিপরীত দিক থেকে আসা অন্য একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং সিএনজিতে থাকা চারজন গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং আহত অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একজন হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। মরদেহ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
