ঢাকা শুক্রবার, ২৮শে নভেম্বর ২০২৫, ১৪ই অগ্রহায়ণ ১৪৩২


রাজধানীতে ফের ভূমিকম্প


২৭ নভেম্বর ২০২৫ ২২:০৯

সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা পাওয়া গেছে ৩.৬। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়।।

 

ভূকম্পনটির উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। ভূ-পৃষ্ট থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

 

উল্লেখ্য, গতকাল ২১ নভেম্বর থেকে পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প হয়। শুক্রবার সকালে অনুভূত ভূমিকম্পনটির রিখটার স্কেল মাত্রা ছিল ৫.৭। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবধী। এতে দেশের বিভিন্ন স্থানে ১০ জন নিহত হয়।