পূর্ণাঙ্গ ঠিকানা না দেয়ায় মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিবন্ধন সাময়িক স্থগিত
'Postal Vote BD' অ্যাপে পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'Postal Vote BD' অ্যাপে পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার প্রেরণ করা সম্ভব নয়।
তবে, পরবর্তী করণীয় সম্পর্কে দ্রুত অবহিত করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
