ঢাকা মঙ্গলবার, ২৫শে নভেম্বর ২০২৫, ১২ই অগ্রহায়ণ ১৪৩২


মোহাম্মদপুরে এক যুবককে কুপিয়ে হত্যা


২৫ নভেম্বর ২০২৫ ০৭:৪৬

সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে বিল্লাল হোসেন বাবু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার বাবা আবুল কাশেমকেও গুরুতর আহত করা হয়। সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা উদ্যানে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা বলে জানিয়েছে পরিবার।

 

নিহতের স্বজনরা জানান, ঢাকা উদ্যানের স্থানীয় সন্ত্রাসী রাজিবের নেতৃত্বে সবুজ, রুবেল ও মোহনসহ কয়েকজন নিহত বিল্লালের বাবা কাশেমের ওপর হামলা চালায়। খবর পেয়ে তার ছেলে বাঁচাতে আসলে তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন। তার বাবা কাশেম গুরুতর অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।