ঢাকা সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ১১ই অগ্রহায়ণ ১৪৩২


বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি বৈষম্যবিরোধী আন্দোলনের


২৪ নভেম্বর ২০২৫ ০৮:১৮

সংগৃহীত

মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দলটি বলেছে, অতিদ্রুত হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

 

রোববার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

দলটির দফতর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়– বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেমন ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা ও সম্মান করে, তেমনি প্রতিটি ধর্ম ও ধর্মীয় ধারা–উপধারার মতপ্রকাশের স্বাধীনতা এবং নিজস্ব ঐতিহ্য, শিল্প–সংস্কৃতি চর্চার অধিকারকেও সমদৃষ্টিতে দেখে। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবি এবং একই সঙ্গে বাউলশিল্পীসহ ফকির ও অন্যান্য ধর্মীয় ধারা–উপধারার ভিন্নমতাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।

 

এতে আরও বলা হয়, এর আগেও নানা সময়ে মাজার ভাঙা, মৃত মানুষকে কবর থেকে তুলে পুড়িয়ে দেয়া এবং দরগা ও ওরসকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছে। জুলাই ছাত্র–জনতার অভ্যুত্থানের পর এ ধরনের ভয়াবহ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও উৎকণ্ঠার।

 

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়, বাউলদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ। কারণ, সরকারের পক্ষ থেকে এসব থামাতে এখনও পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ আমরা প্রত্যক্ষ করিনি।