৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ
৪৭তম বিসিএসের সময় পেছানোর দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেছে লিখিত পরীক্ষার্থীরা। এতে একপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (২৩ নভেম্বর) বিকেলের পর এই অবস্থান নেন তারা।
তাদের দাবি, পূর্বের বিসিএস পরীক্ষার্থীদের ৬ মাস থেকে এক বছর সময় দিলেও,তাদের ক্ষেত্রে ৫০ দিন সময় দেয়া হয়েছে। যা তাদের জন্য অযৌক্তিক মনে করছেন তারা।পিএসসির কাছে দাবি, তাদের জন্য যৌক্তিক সময় দেয়া হয়। তা না হলে ব্লকেড কর্মসূচির মত নানা ধরনের আন্দোলনের দিকে যাবেন তারা।
এর আগেও বেশ কয়েকবার শাহবাগসহ রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন উল্লেখ করে তারা বলেন, ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা নেয়া হলে, তাদের সাথে অন্যায় করা হবে বলে মনে করছেন তারা।
এদিকে মিছিল নিয়ে জাদুঘরের সামনে আসলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ, পরে সেখানেই বসে পড়েন তারা। দাবি আদায় করেই সড়ক ছাড়ার কথা জানান শিক্ষার্থীরা।
