সাতক্ষীরা-৩ আসনে বিএনপি প্রার্থী বদলের আশ্বাস, বিক্ষোভ স্থগিত করে গণসংযোগ
প্রার্থী পুনঃবিবেচনার আশ্বাসে আন্দোলন স্থগিত করে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন সাতক্ষীরা-৩ আসনের কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিএনপি নেতাকর্মীরা।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে আশাশুনি উপজেলার বুধহাটায়ড গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম। এতে অংশ নেন হাজারো মানুষ। এর আগে, তার মনোনয়ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল আসনটির বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
ডা. শহিদুল আলম বলেন, জনগণের আন্দোলনের বিষয়টি বিএনপির সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টিগোচর হয়েছে। মনোনয়ন পুনঃবিবেচনার জন্য আশ্বস্ত করা হয়েছে। আমি মনে করি, বিএনপি জনগণের দল, বিএনপি নেতাকর্মীদের দাবি পূরণ করবে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীনকে বিএনপির প্রার্থী ঘোষনা করে বিএনপি। এরপর থেকেই বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধ, জনসভাসহ লাগাতার আন্দোলন চালিয়ে আসছিল আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা। আসনটিতে ডা. শহিদুল আলমকে প্রার্থী চায় তারা।
