ঢাকা রবিবার, ২৩শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২


দুর্নীতির অভিযোগে রাঙ্গামাটির লংগদু কৃষি ব্যাংকে দুদকের অভিযান


২৩ নভেম্বর ২০২৫ ১৯:১১

সংগৃহীত

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাঙ্গামাটির লংগদু কৃষি ব্যাংকে অভিযান চালিয়েছে দুদক। 

 

রোববার (২৩ নভেম্বর) সকালে দুদকের পাঁচ সদস্যের একটি তদন্ত দল নিয়ে লংগদু উপজেলা কৃষি ব্যাংকে অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক ফরহাদ হোসেন। 

 

কর্মকর্তারা জানান, আটারকছড়া ইউনিয়নের শতাধিক কৃষকের কাছ থেকে কৃষি প্রণোদনার নামে ভোটার আইডি ও ছবি সংগ্রহ করে একটি দালাল চক্র। পরে ওই কৃষকদের নামে ৩৫–৪০ হাজার টাকা করে ঋণ উত্তোলন করা হলেও, হাতে দেওয়া হয় মাত্র ২ হাজার টাকা। বাকি টাকা তুলে নিয়ে আত্মসাৎ করে সংশ্লিষ্টরা গা ঢাকা দেয়। এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। 

 

এ সময়, প্রাথমিক তদন্তে প্রায় ৭ কোটি টাকারও বেশি লোন কেলেঙ্কারির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।