ঢাকা রবিবার, ২৩শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২


নির্বাচন নিয়ে সংশয় নেই, তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে আছে: মঞ্জু


২৩ নভেম্বর ২০২৫ ১৯:০৮

সংগৃহীত

নির্বাচন নিয়ে সংশয় না থাকলেও, সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

 

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে রোববার (২৩ নভেম্বর) সকালে ফেনী-২ সদর আসনে এমপি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণার সময় এমন মন্তব্য করেন তিনি। 

 

মজিবুর রহমান বলেন, এখন যে কেউ সরকার প্রধানের কড়া সমালোচনা করতে পারছেন, ডক্টর ইউনূসকে মিথ্যাবাদী, প্রতারক বললেও আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেফতার করছে না। এটিও একটি পরিবর্তন। যা কিছুদিন আগে সম্ভব ছিল না। 

 

তিনি আরও বলেন, সুযোগ থাকার পরও বিএনপির সাথে এবি পার্টি জোটে যায়নি, কারণ দলটির অনেক নেতা এত বছর সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন। তাদের দলের নমিনেশন পাওয়ার অধিকার আছে। 

 

এ সময়, জুলাই অভ্যুত্থানে দল হিসেবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে, তাদের নিয়ে নতুন জোটের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। ২৫ নভেম্বর নতুন জোটের ঘোষণা আসতে পারে। এছাড়া জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন মজিবুর রহমান মঞ্জু।