ভূমিকম্পের ক্ষতি মোকাবেলায় দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার: পরিবেশ উপদেষ্টা
ভূমিকম্পের ক্ষতি মোকাবেলায় দ্রুত কিছু সিদ্ধান্ত নিবে অন্তবর্তী সরকার। এমনটা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দেশি বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
রিজওয়ানা হাসান বলেন, শুক্রবারের ভূমিকম্প সর্বোচ্চ সতর্কতা সংকেত। এরপর আর বসে থাকার সুযোগ নেই। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেগুলোর কতৃত্ব নিতে হবে সরকারকে। ঝুঁকি মোকাবেলায় কোনও ছাড় দেয়া যাবে না বলেও মন্তব্য করেন রিজওয়ানা হাসান।
এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জানিয়েছেন ভূমিকম্পে ঢাকায় প্রায় তিনশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবন পরীক্ষা নীরিক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, ভবিষ্যতে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ বাধ্যতামূলক করা হবে।
