ঢাকা রবিবার, ২৩শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২


জামায়াত সরকার গঠন করলে প্রতিনিধিরা সরকারি প্লট-ট্যাক্সবিহীন গাড়ি নেবে না'


২৩ নভেম্বর ২০২৫ ০৮:২৩

সংগৃহীত

আগামীতে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে নির্বাচিত প্রতিনিধি ও মন্ত্রীরা সরকারি প্লট ও ট্যাক্সবিহীন গাড়ি নেবে না বলে জানিয়েছেন, দলটির আমির ডা. শফিকুর রহমান। সেইসাথে, কারো গাড়ি কেনার সামর্থ্য না থাকলে, প্রয়োজনে রিকশায় চলাচল করবে বলেও উল্লেখ করেন তিনি। 

 

শনিবার (২২ নভেম্বর) রাতে চট্টগ্রামে জিইসিতে একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিভাগে নির্বাচনে দায়িত্বশীলদের সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

 

তিনি বলেন, জামায়াত সংস্কার চায়। গণভোটের রায়ের মাধ্যমে প্রমাণ হবে- কারা বস্তাপচা রাজনীতির পথে হাঁটতে চায়, আর কারা পরিবর্তন চায়। অতীতের মতো জনগণের ভোটাধিকার কেউ ছিনতাই করতে চাইলে, বা তাদের সঙ্গী হলে তাদের পরিণতি ভয়াবহ হবে বলেও উল্লেখ করেন।

 

এ সময়, জামায়াত ক্ষমতায় গেলে গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত এখন অবিচারের যে মহড়া চলছে, তা বন্ধ করা হবে বলেও জানান তিনি। 

 

এছাড়া, ৫ আগস্টের পর কেউ কেউ মামলা বাণিজ্য করলেও জামায়াতের কোনো নেতাকর্মী কারো বিরুদ্ধে গণহারে মামলা দেয়নি বলে দাবি করেন জামায়াত আমির।