মানিকগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শারপিন মোল্লা(৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) রাতে উপজেলার চর উলাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শারপিন মোল্লা ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের মৃত সাইজুদ্দিনের ছেলে। তিনি এলাকায় গ্রাম্য মতব্বর হিসাবে পরিচিত।
স্থানীয়রা জানান, শনিবার রাতে গ্রামের একটি দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, এলাকার বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে-প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যারহস্য উদঘাটন ও জড়িতদের ধরতে অভিযান চলছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
