ঢাকা রবিবার, ২৩শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২


ভূমিকম্প আতঙ্ক: রোববার ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ


২২ নভেম্বর ২০২৫ ২২:৪১

সংগৃহীত

ভূমিকম্পে কয়েকজন শিক্ষার্থী আহত ও আতঙ্ক বিরাজ করায় আগামীকাল রোববার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

 

শনিবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কর্তৃপক্ষ।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্প জনিত কারণে কিছু সংক্ষক শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক শিক্ষার্থীগণ আতঙ্কিত হওয়ার কারণে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল ক্লাশ ও পরীক্ষা স্থগিত করা হলো। 

 

স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

প্রসঙ্গত, গতকাল শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মানের ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। আর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবধী। এতে দেশের বিভিন্ন স্থানে ১০ জন নিহত হয়।