ঢাকা শনিবার, ২২শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২


রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত


২২ নভেম্বর ২০২৫ ২১:১২

সংগৃহীত

রাজধানী ও আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে কম্পন টের পাওয়া যায়।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদী। এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল।

 

তবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা এলাকায় ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

এর আগে, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন।

 

প্রসঙ্গত, গতকাল শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মানের ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। আর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবধী। এতে দেশের বিভিন্ন স্থানে ১০ জন নিহত হয়।