ঢাকা শনিবার, ২২শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২


মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ-অবরোধ


২২ নভেম্বর ২০২৫ ১৫:০৮

সংগৃহীত

মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।

 

শনিবার (২২ নভেম্বর) শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে সমাবেশ ও পরে সড়কে বিক্ষোভ মিছিল করে তারা।

 

এতে অংশ নেয় ধানের শীষে সংসদীয় আসনটির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মমিন আলী পক্ষের নেতাকর্মীরা।

 

উপজেলা স্টেডিয়াম থেকে মিছিলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি পৌঁছে কিছু সময় অবরোধ করে। পরে পুলিশ ও মনোনয়ন প্রত্যাশীরা কর্মীদের নিবৃত্ত করলে সড়ক ছেড়ে যায় বিক্ষোভকারীরা। এতে সাময়িক যান চলাচল ব্যাহত হয়।